কাতার বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করতে আবেদন করেছে ১ কোটি ৭০ লাখ মানুষ

কাতার বিশ্বকাপ


চলতি বছরের নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যের কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। মাঠে বসে বিশ্বকাপ খেলা উপভোগ করতে ১ কোটি ৭০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য ১৮ লাখ মানুষ আবেদন করেছেন।

২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর এবং পুরুষদের আন্তর্জাতিক সংস্থার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ফিফা অ্যাসোসিয়েশনের সদস্য দেশের জাতীয় দলসমূহ। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। আরব বিশ্বে এটি হবে ফিফার প্রথম বিশ্বকাপ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটিই হবে প্রথম। ২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এশিয়াতে অনুষ্ঠিত এটি হবে ফিফার দ্বিতীয় বিশ্বকাপ। অতঃপর, এটিই হবে ৩২ দল বিশিষ্ট ফিফার সর্বশেষ আসর, এর পরবর্তীতে ৪৮টি দল নিয়ে উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর তাই এবারের বিশ্বকাপকে ঘিরে রয়েছে হাজারো কৌতুহল ও উদ্দীপনা।

বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় ফিফা কিছুদিন আগে প্রথম ধাপে বিশ্বকাপের প্রবেশের টিকেট বিক্রির ঘোষণা দেয়। এ ঘোষণার পর টানা ২০ দিন ধরে চলতে থাকে লটারির মাধ্যমে টিকেটের আবেদনের প্রক্রিয়া। যা শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। এই সময়ে কর্তৃপক্ষ কাতার বিশ্বকাপের জন্য ১ কোটি ৭০ লাখ টিকেটের আবেদন পেয়েছে।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লুসাইল স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের টিকেটের জন্য। ফাইনাল ম্যাচের জন্য ১৮ লাখ মানুষ আবেদন করেছেন।

টিকেটের জন্য আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আবেদনকারী ছিলেন বিশ্বকাপের আয়োজক দেশ কাতার থেকে। আর ফুটবল বিশ্বকাপকে ঘিরে কাতার প্রবাসী বাংলাদেশিদেরও আনন্দের কমতি নেই। তাছাড়া বিপুল সংখ্যক কাতার প্রবাসী বাংলাদেশিদের আবেদন ছিল অন্যতম।

আন্তর্জাতিক দর্শকদের জন্য ফাইনালের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৬০০ মার্কিন ডলার। কাতারি বাসিন্দাদের সঙ্গে সেখানকার অভিবাসী শ্রমিকরাও স্বল্প মূল্যে টিকিট ক্রয় করতে পারবে। যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১১ মার্কিন ডলার।

বিশ্বে ফুটবলের মূল বাজার হলো আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশ থেকেও ফিফা কর্তৃপক্ষ টিকেটের প্রচুর আবেদন পেয়েছে।

ফিফা জানায়,‘বিশ্বজুড়ে ভক্তরা এই খেলার প্রতি তাদের উদ্দীপনার প্রমাণ দিয়েছে।’বিশ্বকাপ সামনে রেখে কাতার তৈরি করেছে অত্যাধুনিক সব স্টেডিয়াম ও বিলাসবহুল হোটেল।


Post a Comment

Previous Post Next Post