ফেসবুক মেসেঞ্জার (সাধারণভাবে মেসেঞ্জার হিসেবে পরিচিত) হলো একটি বার্তা আদান-প্রদানের মাধ্যম। মূলত এটি ২০০৮ সালে ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ফেসবুক বার্তা হিসেবে বিকশিত হয় ৷ প্রথম দিকে এটিকে ফেসবুক চ্যাট নামে অতিবাহিত করা হতো৷ পরবর্তীতে সংস্থাটি ২০১০ সালে তাদের বার্তা আদান-প্রদানের পরিষেবাটিকে আরও নবরূপে সূচীত করে, এরপর আগস্ট ২০১১-তে স্বতন্ত্রভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করে। এর পর থেকেই ফেসবুক আমাদের সামনে নিয়ে আসে অ্যাপ্লিকেশনটির হরেকরকম সুযোগ সুবিধা। যার ফলে অল্পদিনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এ অ্যাপ্লিকেশনটি।
তবে সম্প্রতি মেসেঞ্জারের গোপন চ্যাটের স্ক্রিনশট বিষয়ে সতর্কতা উচ্চারণ করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, “মেসেঞ্জারে একটি নতুন আপডেট এসেছে। অপরপক্ষ থেকে যদি আপনার চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে আপনাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।”
সুতরাং একথা বলাই বাহুল্য যে, আগে যারা ফেসবুক মেসেঞ্জারে অন্যের সঙ্গে চ্যাটের গোপন স্ক্রিনশট ফাঁস করে দিতেন, তাদের জন্য এটি একটি সতর্ক বার্তাই বটে।
জাকারবার্গ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “আমরা জানি, ব্যবহারকারীরা চান তাদের বার্তা ও তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিজেকে প্রকাশ করার জায়গা। সে কারণেই আমরা মেসেঞ্জারে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সঙ্গে আরও কিছু উন্নত সুযোগ-সুবিধা যোগ করতে যাচ্ছি, যা ব্যবহারকারীরা এরই মধ্যে পছন্দ করেছেন।”
মেসেঞ্জারের নতুন এই ফিচারটি এখন যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীরাও এই ফিচারটি উপভোগ করতে পারবেন।