আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট ৫ টি দেশ | Top 5 smallest countries

পৃথিবীর সবচেয়ে ছোট ৫ টি দেশ

পৃথিবীর সবচেয়ে ছোট ৫ টি দেশ (Top 5 smallest countries):

জাতিসংঘের সদস্য পদের দিক থেকে যদি বিবেচনা করি তবে বর্তমানে পৃথিবীতে ১৯৩ টি দেশ রয়েছে। যদিও এ সংখ্যা নিয়ে যথেষ্ট মতানৈক্য রয়েছে। তবে আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে ছোট ৫ টি দেশ সম্পর্কে।

আমরা অনেকেই হয়তো মনে করি পৃথিবীর সকল দেশই হয়তো আয়তনের দিক থেকে খুব বড় এবং তাদের জনসংখ্যাও হয়তো খুব বেশি। কিন্তু কিছু কিছু দেশ বড় দেশ গুলোর তুলনায় একেবারেই ছোট এবং তাদের বেশিরভাগেরই অবস্থান ইউরোপ, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তবে অবাক করা তথ্য হলো ছোট দেশগুলোর আয়তন এতটাই ছোট যে, সবচেয়ে ছোট ৫ টি দেশের আয়তনের যোগফল আমাদের ঢাকা শহরের আয়তন থেকেও অনেক কম। কি অবাক হচ্ছেন? তাহলে চলুন এবার জেনে নেই পৃথিবীর সবচেয়ে ছোট ৫ টি দেশ সম্পর্কে-

সান ম্যারিনো

স্যান ম্যারিনো (San Marino): 
পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকার ৫ম স্থানে আছে স্যান ম্যারিনো। ইতালির ভেতরে অবস্থিত দেশটির আয়তন মাত্র ৬১ বর্গ কিঃমিঃ। ২০১৮ সালের হিসাব মতে স্যান ম্যারিনোর মোট জনসংখ্যা প্রায় ৩৪ হাজার। স্যান ম্যারিনোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র ব্যবস্থা যা ৩০১ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ৯টি পৌরসভা নিয়ে গঠিত দেশটির রাজধানীর নাম হচ্ছে স্যান ম্যারিনো সিটি। মাথাপিছু জিডিপির দিক থেকে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ।

দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন, ব্যাংকিং এবং টেক্সটাইল। শান্তি প্রিয় দেশ হিসেবে পরিচিত স্যান মারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র। স্যান ম্যারিনো সম্পর্কে একটি মজার তথ্য হল দেশটিতে যতগুলো যানবাহন রয়েছে তার থেকে মানুষের সংখ্যা কম।

টুভ্যালু

টুভ্যালু (Tuvalo):
পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র টুভ্যালু। টুভ্যালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এটি হাওয়াইয়ের প্রায় ৪২০০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের প্রায় ৩৪০০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। দেশটির আয়তন হচ্ছে মাত্র ৬২ বর্গ কিলোমিটার এবং ২০১৮ সালের তথ্যমতে দেশটির মোট জনসংখ্যা প্রায় ১২ হাজার। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪.৫ মিটার উচ্চতায় অবস্থিত টুভ্যালু বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যেও অন্যতম। সাঁতারের জন্য বিখ্যাত দেশটিতে রয়েছে চমৎকার আবহাওয়া যা প্রতিবছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। ১৯৭৮ সালে স্বাধীনতা প্রাপ্ত টুভ্যালুতে সাংবিধানিক রাজতন্ত্র চলমান।

নাউরু

নাউরু (Nauru): 
বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে নাউরু। নাউরু বিশ্বের একমাত্র দেশ যার কোন রাজধানী নেই।অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটির আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার। মাত্র ১০ হাজারের কিছু বেশি জনসংখ্যার এ দেশটিতে রয়েছে বিশাল এক ফসফেট খনি। আশির দশক পর্যন্ত ফসফেট আহরণ ছিল নাউরুর জাতীয় আয়ের প্রধান উৎস। প্রধান রপ্তানি পণ্য ফসফেটের মজুত প্রায় শেষ হয়ে আসা এবং সেই সাথে দেশটি থেকে বড় অংকের অর্থ পাচার হয়ে যাওয়ায় বর্তমানে নাউরু খুবই মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে। সীমিত পর্যটন, ফসফেটের ক্ষণি আর নারিকেল জাতীয় খাবার তৈরি করা এখানকার মানুষের প্রধান জীবিকা।

মোনাকো

মোনাকো (Monaco):
পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে মোনাকো। ইউরোপ মহাদেশের পশ্চিমে অবস্থিত মাত্র ২.০২ বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটির জনসংখ্যা প্রায় ৩৭ হাজার। তবে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৮ হাজারেরও বেশি হওয়ায় মোনাকো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। একটি মাত্র শহর নিয়ে তৈরি মোনাকো মন্টি কার্লো ক্যাসিনোর জন্য বিখ্যাত। মোনাকোর তিন পাশেই আছে ফ্রান্স অপরদিকে ভূমধ্যসাগর অবস্থিত। এই দেশটিতে নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না।

ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটি (Vatican City):
এবার আমরা জানতে চলেছি বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে। ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিঃ মিঃ এবং জনসংখ্যা মাত্র ১ হাজার জন। আয়তনে খুবই নগণ্য হলেও বিশ্বের বিশাল এক জনগোষ্টির কাছে দেশটির আলাদা এক মর্যাদা রয়েছে। কেননা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা এ দেশটিতেই অবস্থিত। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাওয়া ছোট্ট এ দেশটিত বছরে প্রায় ৪০ লাখ দর্শনার্থীর আগমন ঘটে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ভ্যাটিকান সিটিকে ১৯৮৪ সালে ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করে।

Post a Comment

Previous Post Next Post